নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি দলীয়ভাবে তাকে মনোনয়ন দিয়েছে। মুক্তাগাছার জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি এলাকার প্রতিটি সেক্টরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ও প্রশাসনে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়, অসৎ ও অবৈধ কোনো কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, মুক্তাগাছা পৌরসভায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে পৌর মার্কেটে দোকান বরাদ্দের ক্ষেত্রে গোপনে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এ বিষয়ে পৌর প্রশাসককে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি নির্বাচিত হলে মুক্তাগাছায় কোনো ধরনের অনৈতিক কাজ করতে দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মাদক প্রসঙ্গে এডভোকেট মতিউর রহমান বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি দাবি করেন, এক বছরে মাদক খাতে যে অর্থ ব্যয় হয়, তা দিয়ে দেশের চার বছরের বাজেটের সমপরিমাণ কাজ করা সম্ভব। তাই মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ আসে, তা আনুপাতিক হারে বণ্টন করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, মুক্তাগাছার অন্তত ১০ হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ফুড প্রসেসিং জোন গড়ে তোলা হবে। পাশাপাশি ফিশারি ও পোল্ট্রি খাতে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।

এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আল্লাহ যদি আমাকে জয়ী করেন, তাহলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ বদরুল আলম, জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা আমির অধ্যাপক শামছুল হক, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।