কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক দরিদ্র কৃষকের ২১ শতক জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
উপজেলার মাসকা ইউনিয়নের চক সাধন কোনাপাড়া গ্রামের কৃষক মো. আব্দুস সালামের জমিতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে প্রতিদিনের মতো কৃষক মো. আব্দুস সালাম তাঁর জমিতে যান। তখন শিমগাছ কাটা হয়েছে বলে তার চোখে পড়েনি। তবে শীতের রোদ ওঠার পর আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় জমিতে গিয়ে তিনি দেখতে পান, কে বা কারা তাঁর পুরো জমির শিমগাছ কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আব্দুস সালাম বলেন, এই জমিটা আমার লিজ নেওয়া। নিজের কোনো আবাদি জমি বলতে গেলে নেই। কৃষিকাজ করেই পাঁচ সদস্যের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করি। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেল। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানি না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা মুঠোফোনে বলেন, বিষয়টি এখনো অবগত নই। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো। বিশেষ করে কৃষি অফিসের কোনো কর্মসূচি বা প্রদর্শনীর মাধ্যমে কিছুটা সহায়তা দেওয়া যেতে পারে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










