ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফায়েজুর রাজ্জাক আকন্দর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক রোস্তম আলী, শাকিল আহাম্মেদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু এবং স্থানীয় খামারিরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলায় গরু, ছাগল, মহিষ, পাখি, কবুতরসহ বিভিন্ন শ্রেণির খামারিদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিচারকমণ্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচন করেন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে নগদ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, খামার গড়ে তুলে নিজে ও পরিবারকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি বেকারত্ব দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তিনি চাকরির পেছনে না ছুটে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের ও সমাজের সুনাম বৃদ্ধি পায়। প্রতি বছরের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সফলভাবে পালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।