জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
কারখানার জেনারেল ম্যানেজার (প্রশাসন) দেলোয়ার হোসেন গনমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে কারখানার একটি প্লান্টে সাময়িক ও যান্ত্রিক সমস্যার সৃষ্টি হওয়ায় গত ৫ জানুয়ারি রাত থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সমস্যাগুলো সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন এবং খুব দ্রুত উৎপাদন পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার সার সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়। কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।









