মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তার গায়ে কালো রঙের টি-শার্ট ছিল এবং লাশের লজ্জাস্থান উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন, লাশটি ধনু নদী দিয়ে ভেসে এসে বেড়িবাঁধ এলাকায় আটকে গেছে।

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রথমে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে পানিতে ডুবে মারা গেছে। লাশের গায়ে হাত দিলে চামড়া উঠে যাচ্ছে। মাথার পিছনে দুটি সাদা দাগ রয়েছে। লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকালে লাশ পোস্টমর্টেমের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।