নিজস্ব প্রতিনিধি : 'স্বাস্থ্য ইউনিটি' শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি হবে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ময়মনসিংহ স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর চরপাড়া এলাকায় 'স্বাস্থ্য ইউনিটি'র' প্রথম মিলনমেলায় সংগঠনের সভাপতি শামীম আহম্মেদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একত্রে কাজ করা এবং সমাজের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা। এজন্য সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
এসময় বক্তব্য রাখেন- সংগঠনটির উপদেষ্টা মনসুর আলম চন্দন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক বিভাগীয় সম্পাদক এম.এ মোতালেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা ফিরোজ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ চন্দন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হাসান ও প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত চিকিৎসক, ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জমকালো এই আয়োজনের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্বাস্থ্য ইউনিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।










