হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ইউপি সদস্য মো. মোবারক হোসেন (৫০) কে ভারতীয় চোরাইমদ বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ। সে বালুয়াকান্দা এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের বরাক ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে সে চোরাই ব্যবসার সাথে জড়িত। ভারতীয় চোরাইমদ বিক্রির উদ্দেশ্যে সে ব্রীজের উপর আসলে তাকে আটক করা হয়। মোবারক হোসেন ৪ নং ওয়ার্ড বালুয়াকান্দা এলাকার বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আইনি পক্রিয়া সম্পন্ন হলেই তাকে আদালতে পাঠানো হবে।










