ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঈশ্বরগঞ্জ থানাধীন হারুয়া বাজার থেকে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা।

অভিযানের সময় এমকে সুপার নামের একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করলে র‌্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার লকার থেকে একটি স্কুলব্যাগ ও একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটির মালিক হিসেবে যাত্রী মো. আফরোজ মিয়া (৩৫) এবং রেহানা বেগম (৪০) কে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগ দুটির ভেতর থেকে ১২ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২,২২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও উদ্ধারকৃত আলামত ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।