ডেস্ক রিপোর্ট : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির পৃথক দুই অভিযানে এক ছিনতাইকারী ও তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি, ৮৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস হতে চরপাড়া যাওয়ার পথে পিপলস্ ডায়াগনস্টিক সেন্টারের গলিতে স্বপ্ন ভিলার সামনে টহলরত র‌্যাব সদস্যরা এক যুবককে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতের নাম মো. আশিক মোস্তফা কামাল (২১)। তিনি এক পথচারীর কাছ থেকে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। র‌্যাব সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করে তার হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করে।

এর আগে একই দিন দুপুরে র‌্যাব-১৪’র আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ঢাকা বাইপাস থেকে রহমতপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়।

অভিযানে তিন মাদক কারবারি- মো. সবুজ মিয়া (২৮), মো. শাহ আলম (৪৫), এবং মো. হারুন অর রশীদ (৫২) কে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৮৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪১৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৮,৪০০ টাকা।

র‌্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।