নিজস্ব সংবাদদাতা : য়মনসিংহের গফরগাঁওয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শাহজাহান মিয়া (৪২) নামে যুবলীগ নেতার নিহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বারার মোড় টু শিবগঞ্জ রোডের সান্দয়াইন এলাকায় ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বখুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে, যুবলীগ নেতা শাহজাহান মিয়া শুক্রবার সকালে বারার মোড় থেকে শিবগঞ্জ সড়ক দিয়ে মটর সাইকেলে নিয়ে নিজ কর্মস্থল ফিসারিতে যাচ্ছিলেন।

সান্দয়াইন এলাকায় মোটর সাইকেলটি সড়কের গর্তে আটকে গেলে শাহজাহান মিয়া মোটর সাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। নিহত শাহজাহান যশরা ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ড শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।